সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ার তালোড়ায় মাদক সন্ত্রাস ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সভা

দুপচাঁচিয়ার তালোড়ায় মাদক সন্ত্রাস ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সভা

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ার তালোড়ায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬এপ্রিল শুক্রবার সকালে দুপচাঁচিয়া থানার তালোড়া পৌর বিট এর আয়োজনে পৌরসভা হলরুমে পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার এর সভাপতিত্বে ও থানার এসআই নিয়ামান নাসিরের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালোড়া পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাজু, পৌরসভার প্যানেল মেয়র সৈয়দ আবু হাসান আজাদ, আমিনুর রহমান আমিন, পৌর কাউন্সিলর শাহীনুর ইসলাম শাহীন, ইব্রাহীম আলী সাখিদার মুকুল, মোস্তাফিজুর রহমান সুজন, তালোড়া ইউপি সদস্য সাদিকুল ইসলাম মজনু সহ আনারুল হক, রতন প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং সহ নানা অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে দুপচাঁচিয়া থানা প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সভায় তালোড়া পৌরসভার কাউন্সিলরগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Check Also

নন্দীগ্রামে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অনশন

বগুড়া সংবাদ: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিয়ের দাবি নিয়ে দুই দিন ধরে অনশনে বসেছেন ভাতিজার বাড়িতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *