বগুড়া সংবাদ : বগুড়ায় ৮৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব৷ বুধবার দিবাগত রাত দেড়টার দিকে মাটিডালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন- গাজীপুরের কালিয়াকৈরের বক্তারপুর এলাকার শহিদুল ইসলাম এবং ঠাকুরগাঁও এর রানীশংকৈল এলাকার মারুফ হোসেন৷ পুণ্ড্রকথাকে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সোহেল রানা৷ র্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মোল্লা ট্রাভেলসে তল্লাশি চালানো হয়৷ এতে যাত্রীবেশে থাকা দুই মাদক ব্যবসায়ীকে ৮৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া সদর থানায় প্রেরণ করা হয়েছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা