সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

বগুড়া সংবাদ :বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে বগুড়া রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের আনুমানিক বয়স ৬০ থেকে ৬৫ বছর৷ তিনি ভবঘুরে ছিলেন বলে নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম।প্রত্যক্ষদর্শী এক যুবক বলেন, এক ভবঘুরে বোতল ও প্লাস্টিকের জিনিস বস্তায় ভরে ট্রেনে উঠার চেষ্টা করছিলেন। কিš বস্তা বড় হওয়ায় তিনি উঠতে পারছিলেন এবং তখন ট্রেন ছেড়ে দিলে তিনি ট্রেনের নিচে পড়ে যান৷ পরে তাকে সরকারি আজিজুল হক কলেজ গেইট পর্যন্ত ট্রেন টেনে হেচড়ে নিয়ে যায়। রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ খাইরুল ইসলাম বলেন, সকাল ১০টায় সান্তাহারগামী কলেজ ট্রেনে উঠতে গিয়ে অজ্ঞাত এক বৃদ্ধ কাটা পড়ে মারা গেছেন। জানতে পেরেছি তিনি ভবঘুরে ছিলেন। তবে তাঁর পরিচয় এখনও পাওয়া যায়নি। তাঁর পরিচয় জানতে পিবিআই টিমকে খবর দেয়া হয়েছে।
সাজ্জাদ হোসেন পল্লব,বগুড়া

Check Also

দুপচাঁচিয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে নবাগত ইউএনওকে শুভেচ্ছা প্রদান

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *