সর্বশেষ সংবাদ ::

বগুড়া সদর উপজেলায় স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

বগুড়া সদর উপজেলায় স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

বগুড়া সংবাদ : আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়া সদর উপজেলায় ৩ দিনব্যাপী স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া ৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু এমপি। সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ আ. জা. মু. আহসান শহীদ সরকার। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা সিনিয়র কৃষি অফিসার ইসমত জাহান। আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা। সদর উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও নুনগোলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বদরুল আলম, ফাপোড় ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান, এরুলিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান,শেখেরকোলা ইউপি প্যানেল চেয়ারম্যান মির্জা হাকিম মন্ডল প্রমুখ।
এর আগে মেলার উদ্বোধনের পর স্টল পরিদর্শন করেন অতিথি বৃন্দ। সবশেষে কৃষকদের মাঝে ১০ কেজি বীজ এবং ২০ কেজি করে সার বিতরণ করেন প্রধান অতিথি।

Check Also

বগুড়ায় স্কুল পড়ুয়া ছাত্রী অপহরণের ঘটনায় অপহরণকারী আটক

বগুড়া সংবাদ : গত ২০ মার্চ ২০২৪ ইং তারিখ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানাধীন ভরতেরছড়া এলাকায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *