বগুড়া সংবাদ : বুধবার বগুড়ার গাবতলীতে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪২-বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর এলাকা) সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ মোস্তফা আলম নান্নু।
গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা’র সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মেহেদী হাসান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহারিয়া আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বেনজির আহম্মেদ ও গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী হায়দার এবং সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও আদর্শ কৃষকগণ। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ এর মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কৃষি প্রযুক্তি মেলায় মোট ২২টি স্টল অংশ নেয়। মেলা চলবে শুক্রবার পর্যন্ত।
Check Also
নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা
বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …