সর্বশেষ সংবাদ ::

পত্নীতলায় কারিতাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : পত্নীতলায় বেসরকারি এনজিও সংস্থা কারিতাসের আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বর্তন কর্মকর্তাদের সাথে চিসিআরপি প্রকল্পের কার্যক্রম ও সেবাসমূহ বিষয়ক মতবিনিময় সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেড্রমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন। অনুষ্ঠানের শুরুতেই কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের আওতায় কারিতাস সংস্থার পরিচিতি এবং টিসিআরপি প্রকল্পের কার্যক্রম ও সেবাসমূহ তুলেন ধরেন কারিতাস রাজশাহী অঞ্চলের ইনচার্জ ডিএম, অসীম এন.ক্রুশ।
উক্ত মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস অফিসার আবু সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, উপজেলা সমবায় অফিসার সামসুল হক, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মুনিরুজ্জামান, উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার সহিদুল ইসলাম, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী আছির উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কারিতাস কর্মী-কর্মকর্তাবৃন্দ।

Check Also

১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি আদমদীঘিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের কুসুম্বী পশ্চিম  বাজার এলাকায় একটি ভাংড়ি দোকানে বৈদ্যুতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *