সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ঈদের রাতে পুলিশের উপর ককটেল হামলা, আহত ২ পুলিশ সদস্য

বগুড়া সংবাদ : বগুড়ায় সন্ত্রাসীদের ককটেল হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন৷ বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের সুলতানগঞ্জপাড়ার ঘোনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপশহর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আব্দুর রশিদ এবং কনস্টেবল মাহবুব হোসেন। এসব তথ্য নিশ্চিত করেছেন উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন।আহত পুলিশ সদস্য মাহবুব হোসেন বলেন, ‘আমরা ৯৯৯ ফোন পাই ঘোনপাড়া এলাকায় এক নারীকে মারধর করা হচ্ছে। খবর পেয়ে সেখানে আমি আর আব্দুর রশিদ স্যার পৌঁছায়। পরে সেখানে যাওয়ার পর আমাদের দেখে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। আমরা তাকে থামানোর চেষ্টা করলে ঘুরে আমাদের উপর ককটেল নিক্ষেপ করে।’উপশহর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন বলেন, ককটেল নিক্ষেপে আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে মাহবুবের পা ও হাত এবং আব্দুর রশিদের মুখে আঘাতপ্রাপ্ত হয়েছে। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় জড়িতকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

Check Also

নন্দীগ্রামে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অনশন

বগুড়া সংবাদ: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিয়ের দাবি নিয়ে দুই দিন ধরে অনশনে বসেছেন ভাতিজার বাড়িতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *