সর্বশেষ সংবাদ ::

সৌদির সঙ্গে মিল রেখে বগুড়ার ধুনটে ঈদুল ফিতরের নামাজ আদায়

 

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের জালশুকা গ্রামের মুসল্লিদের একাংশ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে মিল রেখে  পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। বুধবার (১০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এবারই প্রথম জালশুকা গ্রামের কৃষক জেলহজের বাড়ির উঠানে এই জামাত অনুষ্ঠিত হয়। আহালে হাদিস অনুসারি মাওলানা লুৎফর রহমানের ইমামতিতে নারী-পুরুষসহ প্রায় অর্ধশত মুসল্লি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। প্রশাসনের পক্ষ হতে সব ধরনের সহযোগিতা করা হয়েছে, যাতে তারা  নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ।নামাজ আদায় করে মুসল্লিরা জানান, সারা পৃথিবীতে ঈদ হচ্ছে, সে হিসেবে আমরাও উদযাপন করছি। প্রতি বছরই আত্মীয় স্বজনদের নিয়ে এভাবেই ঈদ উদযাপন করা হবে।  মাওলানা লুৎফর রহমান জানান, আমরা রমজান মাসের চাঁদ দেখে রোজা থেকেছি এবং শাওয়াল মাসের ১ তারিখে চাঁদ দেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করছি। আমরা অন্যান্য দেশের সাথে মিল রেখে আজ ঈদ উদযাপন করছি।  ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান বলেন, নামাজ আদায়ের সময় ওই এলাকায় পুলিশের পক্ষ থেকে কঠোর নজদারি করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় শেষে মুসল্লিা বাড়ি চলে গেছেন।

Check Also

রূপপুরে নতুন বিদ্যুৎ লাইন চালু, বগুড়া সহ ৩ জেলায় সতর্কতা

  বগুড়া সংবাদ : পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বগুড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *