বগুড়া সংবাদ : বগুড়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সুত্রাপুর কেন্দ্রিয় ঈদগাহে সকাল সাড়ে ৮ টায়।আবহাওয়া খারাপ থাকলে একই সময়ে কেন্দ্রিয় বড় সমজিদে এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে ঈদের নামাজ হবে। এছাড়াও সকাল ৯টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ঈদের জামাত হবে। জামিল মাদরাসায় ঈদের জামাত হবে সকাল সাড়ে ৬ টায়।
সুলতানগঞ্জ পাড়া ঈদগাহে (সত্যপীরতলা) ঈদগাহে সকাল ৮টায়, আলামিয়া তলা ঈদগাহে সকাল ৮ টা, বৃন্দাবনপাড়া ঈদগাহে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৭ টায়, মালতীনগর কেন্দ্রিয় ঈদগাহে সকাল ৭টা ৪৫ মিনিটে, ধাওয়াপাড়া বাইতুস সালাম জামে মসজিদ সংলগ্ন ঈদগাহে সকাল ৮ টায়, ইসলামপুর হরিগাড়ি ঈদগাহে দুটি জামাত হবে, প্রথম জামাত হবে সকাল ৮ টায় দ্বিতীয় জামায়াত হবে সকাল ৯ টায়।নারুলী বুদা প্রামানিক কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, মালগ্রাম –ছিলিমপুর ঈদগাহে সকাল সাড়ে ৮ টায়, নিশিন্দারা কারবালা শাহী ঈদগাহে সকাল ৮ টায়, ফুলবাড়ি ও উত্তর মধ্যেপাড়া গোরস্থান কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টায়, করোনেশন স্কুল ঈদগাহে সকাল সাড়ে ৮ টায়, শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা মাদরাসা ঈদগাহ, আশেকপুর ঈদগাহে সকাল সাড়ে ৭ টায় এবং বেজোড়া দক্ষিণপাড়া ঈদগাহে সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।এছাড়াও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর ঈদের জামাত হবে সকাল ৮ টায় বগুড়া জিলা স্কুল মাঠে। এই জামাতে নারীরাও অংশ নিতে পারবেন।সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কয়েক স্তরে নিরাপত্তা বলয় থাকবে। নারী পুলিশ, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের পুলিশও মাঠে মোতায়েন থাকবে। এছাড়া ঈদ ঘিরে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন।ঈদুল ফিতরে বগুড়া জেলাজুড়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্যাপনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব ধরনের কাজ করছে।
Check Also
নন্দীগ্রামে বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে চাচির অনশন
বগুড়া সংবাদ: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিয়ের দাবি নিয়ে দুই দিন ধরে অনশনে বসেছেন ভাতিজার বাড়িতে …