বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনের মালগুদাম এলাকায় থেকে গত শুক্রবার রাতে ছিনতাই করে পালানোর সময় চার যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার সান্তাহার পৌর শহরের পশ্চিম নিউ কলোনি মহল্লার শফিকুল ইসলামের ছেলে আলামিন (২৪), হাউজিং কলোনির মহল্লার লুৎফর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৩২), বশিপুর মহল্লার তৌহিদুল ইসলামের ছেলে সবুজ ওরফে কালু (৩৫) ও কলসা মহল্লার সাইফুল কসাইয়ের ছেলে রাব্বি (২৮)।এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোক্তার হোসেন বলেন, শুক্রবার রাতে মালগুদামের সামনে রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ৪ জনের একদল ছিনতাইকারি এক ব্যক্তিকে পথরোধ করে মারপিট ও টাকা ছিনতাই করে পালানোর সময় রেলওয়ে থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। শনিবার সকালে তাদের বিরুদ্ধে রেলওয়ে থানা একটি মামলা দায়ের পর বগুড়া আদালত পাঠানো হয়েছে।
Check Also
দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …