বগুড়া সংবাদ : বুয়েটে ছাত্র রাজনীতি চালুর দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ । মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সহ-সভাপতি উত্তম কুমার রায়, সাধারণ সম্পাদক আব্দুর রাব্বী স্বাধীন, ছাত্রলীগ নেতা রিপন আহমেদ আপেল, নাঈম ইসলাম, অরুণ দেবনাথ, ওহাব রিয়াজ, নজরুল ইসলাম, সাগর মিয়া, নিশাত ইসলাম, শাকিব, সোহে, কবির,মুন্না, বুলেট, টাইগার, নয়ন প্রমূখ।নেতৃবৃন্দ বলেন, মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া থেকে মুক্তকরে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির ব্যবস্থা করতে হবে। বুয়েট কতৃক গৃহিত অসাংবিধানিক মৌলিক অধিকার পরিপন্থী শিক্ষা বিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
