সর্বশেষ সংবাদ ::

নন্দীগ্রামে ভিক্ষুক নারীকে ধর্ষণ চেষ্টা মামলায় মুরগী বিক্রেতা গ্রেপ্তার

বগুড়া সংবাদ :  বগুড়ার নন্দীগ্রামে এক বিধবা নারী ভিক্ষুককে (২৮) ধর্ষণে ব্যর্থ হয়ে মারধরের অভিযোগে আনিছুর রহমান (৩৫) নামের মুরগী বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বিশা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

মঙ্গলবার ওই মুরগী বিক্রেতাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে তার বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মারপিটের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন দুই কন্যা সন্তানের জননী বিধবা ভিক্ষুক। গত ২৭ মার্চ কুন্দারহাট ইনছান আলী উচ্চ বিদ্যালয় মাঠের পাশে ধর্ষণ চেষ্টা ও কুন্দারহাট বাজারে একটি চায়ের দোকানের সামনে ওই নারীকে মারপিটের ঘটনা ঘটে। লম্পটের বিচার চেয়ে সেখানেই অনশন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নন্দীগ্রাম থানার ওসি আজমীর হোসাইন জানান, ভূক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করলে থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করে।
মামলার বিবরণে জানা যায়, পেংহাজারকি বেগুনিপাড়ার ওই নারীর স্বামী দুইবছর পূর্বে মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর দুই কন্যা সন্তানের মুখে খাবার তুলে দিতে মানুষের কাছে হাত পেতে সাহায্য নিয়ে জীবিকা নির্বাহ করছেন। ঘটনার দিন সকাল ১০টার দিকে কুন্দারহাট বাজারে সাহায্য চাওয়ার সময় শিশু কন্যাকে নিয়ে বিদ্যালয় মাঠে যাওয়ামাত্রই ওই নারীর পেছন থেকে জাপটে ধরে মুরগী বিক্রেতা আনিছুর। ধর্ষণ চেষ্টাকালে ধস্তাধস্তির সময় লম্পটকে ধাক্কা দিয়ে রক্ষা পান ওই বিধবা। এদিন দুপুর ১টার দিকে কুন্দারহাট বাজারে জনৈক মানিক হোসেনের চায়ের দোকানের সামনে গিয়ে লোকজনের কাছে সাহায্য চাওয়ার সময় ভিক্ষুকের সামনে গিয়ে মুরগী বিক্রেতা আনিছুর অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে ওই নারী ভিক্ষুককে প্রকাশ্যে মাটিতে ফেলে মারপিট করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

Check Also

১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি আদমদীঘিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের কুসুম্বী পশ্চিম  বাজার এলাকায় একটি ভাংড়ি দোকানে বৈদ্যুতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *