সর্বশেষ সংবাদ ::

বগুড়ার মাদক বিরোধী অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া সংবাদ : বগুড়ার মাদক বিরোধী অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।  অদ্য ১৫/১২/২০২৩ খ্রি. রাত ০৪.০৫ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২০ (বিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ আতিকুল ইসলাম (৩৭), পিতা-মোঃ শামসুদ্দিন শাহ, মাতা-মোছাঃ রওশন আরা বেগম, সাং-বাংগাবাড়ি, ইউনিয়ন-৯নং ভিয়াল, ২। মোঃ মাহবুর আলম (৪০), পিতা-মৃত আব্দুল সামাদ, মাতা-মোছা-নুরুন্নাহার বেগম, সাং-চকমুসা, ইউনিয়ন-১০নং পুনিট্রি, উভয় থানা-চিরিরবন্দর, জেলা-দিনাজপুরদ্বয়কে গ্রেফতার করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৬০,০০০/- (ষাট হাজার) টাকা। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল, সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ ছানোয়ার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ রায়হান কবির, এএসআই(নিঃ) মোঃ রুহুল আমিন, এএসআই (নিঃ) মোঃ রেজাউল ইসলাম, কং/পারভেজ হোসেন, কং/মোঃ ইবনে খালিদ, কং/এস এম মোস্তাক আহমেদ সৈকত, কং/ মোঃ শামীম ইকবাল, কং/মোঃ জাহিদ হাসান এবং নারী কং/সেবিকা রানী এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(খ) একটি মামলা দায়ের করা হয়েছে।

Check Also

শাহজাদপুরের আলোচিত তারা হত্যা মামলার প্রধান আসামি মমতাজ নারায়ণগঞ্জ হতে গ্রেফতার

বগুড়া সংবাদ:  গত ০৬ আগস্ট ২০২৪ খ্রি. তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকায় দুর্বৃত্তরা লাঠি, লোহার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *