সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় এক সাথে ৩ সন্তান জন্ম দিলেন গৃহবধু খাতিজা আকতার

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের শেকাহার তেলিপাড়া গ্রামের খাতিজা আকতার (২২) নামের এক গৃহবধু এক সাথে ৩ সন্তানের জন্ম দিয়েছেন। তিনি ওই গ্রামের ট্রাক চালক রিপনের স্ত্রী।গতকাল বগুড়ার টিএমএসএস হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে ওই তিন সন্তান জন্ম দেন। জন্ম নেওয়া শিশুদের মধ্যে এক ছেলে ও দুই মেয়ে। বর্তমানে ৩ সন্তানকে হাসপাতালে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে। বর্তমানে তিন সন্তান ও তার মা (প্রসূতি) সুস্থ রয়েছেন। সন্তানের পিতা রিপন জানান, আলট্রাসনোগ্রাম
পরীক্ষায় প্রথমে তারা জমজ সন্তানের কথা জানতে পারে কিন্তু সিজার করার পর পাওয়া যায় ৩ সন্তান। রিপন একজন সীমিত আয়ের মানুষ। ট্রাক চালিয়ে কোনমতে জীবিকা নির্বাহ করে থাকে। প্রসুতি এবং সন্তানের পিছনে দিনে অনেক টাকা পয়সা খরচ করতে হচ্ছে বলে সে আরও জানায়। এ ছাড়া হাসতালের ডাক্তারগণ সন্তান ৩টিকে সুস্থ রাখার জন্য সার্বক্ষণিক নজর রাখছেন। উল্লেখ্য খাতিজা আকতার এই প্রথম সন্তানের মা হলেন।

Check Also

১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস

  বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *