সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় শান্ত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

বগুড়া সংবাদ : বগুড়ায় কলেজ শিক্ষার্থী আজহারুল ইসলাম (শান্ত) (২৪) হত্যায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।এর আগে শান্তকে গত ২রা মার্চ বিকেল সাড়ে ৪ টার দিকে  চকফরিদ এলাকার মোস্তাফা নজ এর সামনে এজাহার নামীয় ১১ জন ও অজ্ঞাত আরোও ৮ থেকে ১০ জন হত্যা করে পালিয়ে য়ায়।মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের মা রাবেয়া খাতুন। তিনি বলেন, হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের মধ্যে হিরা, সুমন, রাতুল ও রাব্বি চারজন গ্রেফতার হলেও বাকী আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। বাকি ৭ জন আসামী-কমরেড, মিরাজ, রবিউল, হামিদুল, ওমর ফারুক, মেহেদী ও মোজাহিদ। হত্যা মামলার আসামী হলেও এখন পর্যন্ত তারা ধরাছোঁয়ার বাহিরে। মামলা সূত্রে জানা যায়, নিহত শান্ত সৈয়দ আহমেদ কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি ইন্টারনেটের ব্যাবসা পরিচালনা করে আসছিল। ব্যবসার সুবাদে সন্ত্রাসীরা বিভিন্ন্ সময় চাঁদা দাবি করতো। কিন্তু শান্ত সততার সহিত ব্যবসা করার কারণে বিভিন্ন সময়ে চাঁদা দিতে অপারোগতা প্রকাশ করে। অন্যায়কে সে প্রশ্রয় দিত না এটি তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। কৌশলে পরিচিত এক ছেলে মেহেদীর মাধ্যমে শান্তকে গত ২রা মার্চ বিকাল অনুমান সাড়ে ৪টার দিকে ডেকে নিয়ে যায়। আসামীরা শান্ত ও মেহেদীর মধ্যে কথোপকথনের এক পর্যায়ে অটোরিক্সা যোগে এসে ১নং আসামী কমরেডের নেতৃত্বে আসামীগণ অর্ততিকভাবে আক্রমন করে ধারালো অস্ত্রদ্বারা এলোপাথারি মারপিট করে ও গুরুত্বর রক্তাক্ত জখম করে। এতেই তরা ক্ষান্ত নয় মৃত্যু নিশ্চিত না করা পর্যন্ত ধারালো চাকুদ্বার গলার ডান পাশে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। মানববন্ধনে রাবেয়া খাতুন আরো বলেন, তার ছেলে নিরাপরাধ। সে বাসায় সামনে তার নিজস্ব অফিসে অবস্থান করাকালে চাঁদা নিতে আসে। আসামীরা চাঁদা না পেয়ে তাকে পরিচিত মেহেদীর মাধ্যমে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী ও এ পর্যন্ত যারা গ্রেফতার হয়নি তাদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান তিনি। এঘটনায় নিহতের মা রাবেয়া খাতুন বাদী হয়ে বগুড়া সদর থানায় এজাহার দায়ের করেন। এসময় ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহতের খালা রাশেদা বেগম, খালাতো বোন রাজিয়া সুলতানা, হাসিবুল ইসলাম, আফিউল, আতিক হাসান, সোহান রহমান, শাহাদত, আবুল হোসেন, সৈকত, তাসিম, ইমরান ও সজিব।

Check Also

ধানক্ষেতে মিলল ধান ব্যবসায়ীর মরদেহ, শেরপুরে নৃশংস হত্যাকাণ্ড

বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুর উপজেলায় ধান ব্যবসায়ী আব্দুল হামিদ মন্ডলকে (৩৮) স্বাসরোধ ও পিটিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *