সর্বশেষ সংবাদ ::

কাহালুতে প্রায় ৮ বছর পর এক অসহায় বৃদ্ধার বেদখলকৃত জমি উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে প্রায় ৮ বছর পর নিজের নামে থাকা ২ একর ১৯ শতক বেদখলকৃত জমি ফিরে পেলেন বগুড়া সদরের ছিলিমপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের স্ত্রী অসহায় বৃদ্ধা গুল নাহার বেগম ওরফে নাহার বানু। জানা যায়, কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ইসবপুর মৌজার জে এল নং-৮৭, এর ৩৮০ নং ডিপি খতিয়ানের ২৪০০ দাগে ৮০ শতক, ৩৯৬ নং ডিপি খতিয়ানের ২৩৯১ দাগে ১০৭ শতক ও ২৪১০ দাগে ৩২ শতক মোট ২ একর ১৯ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিল র্নি-সন্তানকৃত বিধবা নাহার বানু। ২০১৬ সালে বৃদ্ধা নাহার বানুর দখলকৃত জমি ইসবপুর এলাকার কিছু কতিপয় ব্যক্তি জোরপূর্বক দখল করে নেয়। সে উক্ত জমিতে গেলে দখলকৃতরা তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে আসছিল। অবশেষে প্রশাসন ও ইসবপুর গ্রামের যুব সমাজের হস্তক্ষেপে বেদখলকৃত জমি ফিরে পান বৃদ্ধা নাহার বানু। উক্ত জমি থেকে সে ১৬ শতক জমি ইসবপুর জামে মসজিদে দান করেছেন বলে এলাকাবাসী জানান।

Check Also

বাংলাভিশনের ক্যামেরা পার্সন মতিউর রহমানের বাবার ইন্তেকাল

বগুড়া সংবাদ : বাংলাভিশনের বগুড়া অফিসের ক্যামেরা পার্সন  ও বগুড়া টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কোষাধক্ষ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *