সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

বগুড়া সংবাদ : বগুড়ার বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সক্রিয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা থেকে শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৬ টা অব্দি শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় পরিচালিত এক অভিযানে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. রাজিব, আবু হুরায়রা ও সুলতান মাহমুদ। তাঁরা স্থানীয় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য।

শিবগঞ্জ এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল অব্দি শিবগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাকলাইন তুষার ও লেফটেন্যান্ট ফাতিন মুসতাহসিনের নেতৃত্বে একটি টহল দল মোকামতলা এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই এলাকা থেকে ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার এবং কিশোর গ্যাংয়ের ৩ জন সক্রিয় সদস্যকে আটক করা হয় । উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে কুড়াল, ছুরি ও রামদা। এ সময় তাঁদের ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করে সেনাবাহিনী।

সেনাবাহিনীর এ ধরনের সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট অভিযানের ফলে এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় জনগণের মাঝে সেনাবাহিনীর কার্যক্রমের প্রতি গভীর সন্তোষ ও ইতিবাচক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে।

Check Also

বগুড়ায় নিয়ম বহির্ভুত ভাবে বহুতল ভবনের নির্মাণ কাজের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বগুড়া সংবাদ : বগুড়া পৌরসভার নিশিন্দারা মধ্যপাড়ায় পৌরসভাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিয়ম বহির্ভুত ভাবে বহুতল ভবনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *