সর্বশেষ সংবাদ ::

বগুড়া শহর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহর জামায়াতের কার্যালয়ে দায়িত্বশীল সমাবেশ শহর নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বগুড়া-৬ সদর আসনের নির্বাচন পরিচালক ও শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যাপক রফিকুল আলম, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, সেলিম রেজা, এ্যাডভোকেট আলআমিন, আজগর আলী, মাওলানা আব্দুল হালিম বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, অধ্যক্ষ ইকবাল হোসেন, ড. মাওলানা হেদায়েতুল ইসলাম, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, মাহফুজুল হক, মামুনুর রশিদ প্রমুখ।
বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে হবে। বর্তমানে নির্বাচনের পরিবেশ দেখে মনে হচ্ছে প্রশাসন একটি বড় দলের অনুগত। আপনারা দেশ জাতির স্বার্থে নিরপেক্ষ ভুমিকা পালন করুন। দেশবাসীকে একটি সুন্দর নির্বাচন উপহার দিন। এটাই দেশবাসী দেখতে চায়। একই সাথে তিনি আইন শৃংখলা পরিস্থিতি আরো উন্নতি করতে কাজ করার জন্য আহবান জানান। তিনি আরো বলেন, জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এ লক্ষে জামায়াত কাজ করে যাচ্ছে। জনগণ সুযোগ দিলে আমরা দেশকে একটি কল্যাণ রাস্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ ।

Check Also

বগুড়ার গাবতলীতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) :  বিএনপি’র চেয়ারপারসন মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *