সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় করতোয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন বগুড়া -৭ আসনের সংসদ সদস্য ডা. মোস্তফা আলম নান্নু

বগুড়া সংবাদ : বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় ও তৎসংলগ্ন এলাকায় করতোয়া নদী পুনঃখনন ও ডান তীরে স্লোপ প্রটেকশন কাজ শীর্ষক প্রকল্পের শাজাহানপুর উপজেলা অংশে নদী খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার মাদলা ব্রিজ এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) বগুড়া জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। খনন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য ডা. মোস্তফা আলম নান্নু। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) বগুড়া জেলা কার্যালয়ের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান আরজু, বাপা জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ। এসময় ঠিাকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হুমায়ন কবিরসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বগুড়া শহরের বুক চিরে প্রবাহিত হওয়া করতোয়া নদীর নাব্যতা ফেরাতে প্রায় ৪৭ কোটি টাকা ব্যয়ে ১৭ কিলোমিটার শাজাহানপুর অংশে খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন টিএমএসএস’র দক্ষিণ থেকে ১৭ কিলোমিটার নদী খনন করার সিদ্ধান্ত হয়। এরই পরিপ্রেক্ষিতে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে করতোয়া নদী খননের জন্য ৯টি গ্রুপ টেন্ডার আহ্বান করে। এ ছাড়াও করতোয়া নদী খননের পাশাপাশি এসপি ব্রিজ থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত ওয়াকওয়ে হবে। তাতে গাছ লাগানো থাকবে। বসার জন্য বেঞ্চও থাকবে। চিত্তবিনোদনের পাশাপাশি নির্মল বাতাস গ্রহণে বিশেষ ভূমিকা রাখবে।

Check Also

কাহালুতে কৃষকদের মাঝে লিফলেট বিতরণ অব্যাহত

বগুড়া সংবাদ : বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মতলুবর রহমান বিপিএএ এর সার্বিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *