বগুড়া সংবাদ : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সোমবার (১১ মার্চ) রাতে সদর ইউনিয়নে হাটুয়া গ্রামের নিখিল চন্দ্র বর্মন, মধু চন্দ্র বর্মনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্র¯’রা জানান, রাত ৮টার দিকে মধু চন্দ্র বর্মন পরিবারের সবাই মিলে রাতের খাবার বারান্দায় বসে খা”িছলেন। হঠাৎ তার ঘরের মধ্যে আগুন দেখতে পায়। মূহুর্তেই পাশের বাড়ি নিখিল চন্দ্র বর্মনের ঘরেও আগুন লেগে যায়। গ্রামের সবাই আগুন নেভানোর চেষ্টা করে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ঘটনা¯’লে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কোনো কিছুই বের করা সম্ভব হয়নি। চোখের সামনে পুড়ে গেল টিনের ঘরসহ আসবাবপত্র। এতে ওই দুই বসতবাড়ি আগুনে পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবি করছেন।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তানভীর হাসান বলেন, খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ক্ষতির পরিমাণ তদন্তের পরে জানা যাবে।