বগুড়া সংবাদ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২৯ডিসেম্বর সোমবার ৩৮, বগুড়া-৩ আসনের দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার শাহরুখ খানের নিকট চারজন সংসদ সদস্য প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল মহিত তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শাহজাহান আলী তালুকদার ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ শাহীনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পৌর বিএনপির সাধারণ সস্পাদক আখতারুজ্জামান তুহিন, বগুড়া-৩ আসনের জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক হাফেজ আব্দুন নূর খন্দকার, উপজেলা জামায়াতের আমীর মাওঃ ওমর আলী, এনসিপির বগুড়া জেলার সিনিয়র সদস্য সচিব এ্যাড. ইজাজ আল ওয়াসী জ্বিম, এ্যাড. সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ আদমদীঘি শাখার সেক্রেটারী আব্দুস ছালাম সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ দুপচাঁচিয়া শাখার সিনিয়র সহসভাপতি মাওঃ আলী আকবর, সেক্রেটারী আব্দুর রশিদ, আইন ও মানবতা বিষয়ক সম্পাদক সোহেল রানা, দুপচাঁচিয়া উপজেলা জাপার আহবায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান মান্নু, যুগ্ম আহবায়ক শাহীন আলম তরফদার প্রমুখ।
দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার শাহরুখ খান চারজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
