সর্বশেষ সংবাদ ::

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়ন ফরম সংগ্রহ

বগুড়া সংবাদ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিস হতে রিটার্নিং অফিসারের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমের নিকট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে উপস্থিত সাংবাদিকদের গোলাম রব্বানী বলেন, দেশবাসী দীর্ঘদিন ধরে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের অভাবে জর্জরিত। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করেছে। বগুড়া-৭ আসনের সর্বস্তরের জনগণ যদি আমাকে দায়িত্ব দেন, তবে আমি জনগণের আমানত রক্ষায় আপসহীনভাবে কাজ করবো।
তিনি আরও বলেন, শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বৈষম্য দূর করা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই হবে আমাদের অগ্রাধিকার। জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়েই আমরা বিজয়ের দিকে এগিয়ে যেতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, শাজাহানপুর উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, গাবতলী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, শাজাহানপুর উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম এবং জেলা ইউনিট সদস্য আজাদুর রহমান।

Check Also

সোনাতলায় দরিদ্র শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ

বগুড়া সংবাদ : সোনাতলা সদর ইউনিয়নের সুজাইতপুর গ্রামে সমাজসেবা সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *