বগুড়া সংবাদ : বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় কম্বল বিতরণ ও দোয়া মাহফিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নারুলি এলাকায় বগুড়া শহরের ২০ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে- শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোস্তম আলী, সহ-সভাপতি, বগুড়া জেলা বিএনপি, সভাপতি, ২০নং ওয়ার্ড বিএনপি, সাবেক কাউন্সিলর, ২০নং ওয়ার্ড।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, বগুড়া শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন।
এসময় আরও উপস্থিত ছিলেন রাতুল রিয়াদ দপ্তর সম্পাদক, বগুড়া শহর ছাত্রদল, মোঃ আশরাফুল মোমিন (তুরাগ) আহবায়ক, ২০নং ওয়ার্ড ছাত্রদল,মোঃ আশরাফুল আলম নবীন সদস্য সচিব, ২০নং ওয়ার্ড ছাত্রদল, শাহরিয়ার ইসলাম স্মরণ যুগ্ম আহবায়ক, ২০নং ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ছাত্রদল সবসময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
