বগুড়া সংবাদ :(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : বগুড়ার গাবতলীতে জাতীয় নির্বাচন উপলক্ষে গতকাল রোববার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দলীয় কার্য়ালয়ে বিএনপির মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে নির্বাচনী প্রতারণা ও মনিটরিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। এছাড়াও বক্তব্যে রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, সুমন তরফদার সোহেল রানা, শিপন মিয়া, পৌর ওলামা দলের সভাপতি আলমগীর হোসেন আলম, উপজেলা জাসাসের সভাপতি আরেফুর রহমান লিটন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, এ সময় সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১৪.১২.২০২৫
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
