বগুড়া সংবাদ : ১৪ই ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে। রোববার সকালে ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এ সভা ানুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন দেশকে মেধাশূণ্য করতে বুদ্ধিজীবী ১৪ ডিসেম্বর ১৯৭১ সুদুর প্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।সেই অশুভ শক্তি এখনও তৎপর এদের লেখনীর মাধ্যমে প্রতিহত করতে হবে।তারা বলেন দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সভার শুরুতে শহীদদের প্রতিশ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।সভা সঞ্চালন করেন সাধারণ সম্পাদক কালাম আজাদ।
সভায় সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন সহ-সভাপতি মীর্জা সেলিম রেজা। সভায় অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারন সম্পাদক আবু সাঈদ, সহ-সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, সহ-সভাপতি মীর্জা সেলিম রেজা, নির্বাহী সদস্য আব্দুর রহিম বগরা, সহ-সভাপতি রাহাত আহমেদ রিটু, সবুর শাহ লোটাস, ফজলে রাব্বি ডলার, মমিন রশিদ সাইন, মোঃ আব্দুর রহিম, মাহফুজ মন্ডল, প্রতিক ওমর, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, পলাশ খন্দকার, সুমন সরদার ও সানাউল হক শুভ প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
