সর্বশেষ সংবাদ ::

বগুড়ার নুনগোলায় হিন্দুপল্লীতে জামায়াত প্রার্থীর গণসংযোগ কল্যাণ রাস্ট্র গঠনে সকল ধর্মের মানুষ কে এক সাথে কাজ করতে হবে: সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল রবিবার সকালে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের দাড়িয়াল, শশীবদনী ও আশোকোলা হিন্দুপাড়ায় গণসংযোগ ও পথসভা করেন। এ সময় উপস্থিত ছিলেন শহর অফিস সেক্রেটারী মাওলানা আব্দুল হামিদ বেগ, নুনগোলা ইউনিয়ন আমীর মাওলানা আমজাদ হোসেন, নায়েবে আমীর ডা. হারুনার রশিদ, সেক্রেটারী শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক ডা. হাসান আলী, সাইফুল ইসলাম ভান্ডারী, আপেল মাহমুদ, আরিফুল ইসলাম প্রমুখ। পরে দাড়িয়ালে পূজা মন্ডপ নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। এ সময় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, সুখী সমৃদ্ধশালী ঘুষ দুর্নীতি মুক্ত কল্যাণ রাস্ট্র গঠনে সকল ধর্মের মানুষ এক হয়ে হাতে হাত রেখে কাজ করতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে। দেশে কোন সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশী। দেশটা আমাদের সবার। ফ্যাসিস্ট সরকার পালানোর পর আপনারা যখন ভয় অনুভব করছিলেন তখন আমাদের নেতাকর্মীরা আপনাদের পূজা মন্ডপ পাহারা দিয়েছে। আপনাদের কোন সম্পদ আমাদের নেতাকর্মীরা দখল করেনি। এ রকম কোন অভিযোগ কোন মানুষ দিতে পারবেনা। আমরা কাউকে দখল করতে দিবো না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের নেতা ডা. সুনীল চন্দ্র দাস, অজিত চন্দ্র দাস, সহদেব চন্দ্র দাস।

Check Also

কাহালুতে সাবেক এমপি মাশারফ হাসানের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *