বগুড়া সংবাদ : বিএনপির চয়ারপার্সন ও সাবক প্রধানম¿ী দশনত্রী বগম খালদা জিয়ার দ্রæত রাগমুক্তি ও সু¯তা কামনায় দুপচাঁচিয়া উপজলা সিএনজি মালিক সমিতির উদ্যাগ দায়া মাহফিল অনুষ্ঠিত হয়ছ। ৬ ডিসম্বর শনিবার রাত উপজলার একটি ¯ানীয় এতিমখানায় এ দায়া মাহফিলর আয়াজন করা হয়। উপজলা সিএনজি মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক জাহিদুর ইসলাম সুজনর সার্বিক সহযাগিতায় অনুষ্ঠান দলীয় নতাকর্মী ও সমিতির সদস্যরা অংশ নন।দায়া মাহফিল উপ¯িত ছিলন উপজলা বিএনপির সাবক সভাপতি আব্দুল হামিদ, সাবক সাধারণ সম্পাদক ও সাবক পর ময়র জাহাঙ্গীর আলম, পশ্চিম বগুড়া সিএনজি মালিক সমিতির উপদষ্টা হারুনুর রশিদ সাজু, পর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও উপদষ্টা অ্যাডভাকট সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজলা যুবদলর আহায়ক ও উপদষ্টা আফছার আলী, যুবদল নতা ও উপদষ্টা আশরাফুল আলম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চয়ারম্যান মায়াজ্জম হাসন, উপজলা যুবদলর যুগ্ম আহায়ক আব্দুস সবুর খদকার রাকিব, পর যুবদলর সিনিয়র যুগ্ম আহায়ক নাঈম কবিরাজ, সমিতির সহ-সভাপতি আনায়ার হাসন, সাংগঠনিক সম্পাদক রাশদুজ্জামান রাকিব, রাড সম্পাদক আব্দুল কাদর সবুজসহ সমিতির সকল সদস্যবদ। দশনত্রীর আশু রাগমুক্তি, দশর শাÍি ও সমদ্ধি কামনা কর বিশষ মানাজাত করন হাফজ মাওলানা মহদুল ইসলাম।
#
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
