সর্বশেষ সংবাদ ::

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন

বগুড়া সংবাদ : শুক্রবার বিকেলে বগুড়া শহরের ২য় বাইপাস সড়কের বেতগাড়ী মোড়ে বগুড়া -৭ আসন (গাবতলী- শাজাহানপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানীর প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বগুড়া-৭ আসনের নির্বাচন পরিচালক ও শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন,গাবতলী উপজেলা আমীর ইউনুস আলী, নায়েবে আমীর মোরশেদুল আলম, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, গাবতলী উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, শাজাহানপুর উপজেলা আমীর আব্দুর রহমান, সাবেক আমীর মাওলানা আব্দুল লতিফ, মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিক, আলহাজ্ব রফিকুল ইসলাম, ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল রুহুল কুদ্দুস ডিলু, বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড জামায়াতের আমীর মতিয়ার রহমান, নায়েবে আমীর সাহেব আলী, শ্রমিক নেতা শাহাদৎ হোসেন, তারেকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শাহীন খান,জরজিস হোসেন, ছাত্রশিবির সরকারী শাহসুতান কলেজ সভাপতি আসাদ খান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি গোলাম রব্বানী বলেন, মানুষের তৈরী করা মতবাদ যত দিন পর্যন্ত দেশে চালু থাকবে ততদিন শান্তি আসবে না। মানুষের তৈরি মতবাদ বাংলাদেশে ৫৪ বছর শাসন করেছে। কিন্তু মানুষের মুখে হাসি ফোঁটাতে পারেনি। সমাজের সকল ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। বৈষম্য মুক্ত সমাজ গঠনে কুরআনের আইন চালুর পক্ষে সবাইকে দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান।
তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দিতে হবে। যারা গণতন্ত্র ধ্বংস করতে চাইতে তাদেরকে প্রতিহত করতে হবে। যারা হুমকি ধামকি দিচ্ছেন তাদেরকে বলবো আমরা এদেশে ভেসে আসিনি। প্রশাসনকে তিনি বলেন, আপনারা কোন দলের না। আপনারা নিরপেক্ষ হয়ে কাজ করুন। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। গোলাম রব্বানী আরো বলেন, আমি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি তিনি যেন শীঘ্রই সুস্থ হয়ে জাতিকে আবার তাঁর মূল্যবান দিকনির্দেশনা দেওয়ার সুযোগ দেন। দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা সবাই তাঁর সুস্থতার জন্য দোয়া করবেন। শেষে দেশের কল্যাণ ও বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।

Check Also

বগুড়ার ঝোপগাড়ী বারপুরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *