বগুড়া সংবাদ : মানবতার কল্যান অসহায় দরিদ্র মানুষর মুখ হাসি ফুটাত দুপচাঁচিয়ায় আহত জুলাই যাদ্ধাদর পক্ষ থক কম্বল বিতরণ করা হয়ছ। এ উপলক্ষ এক আলাচনা সভা ৫ডিসম্বর শুক্রবার বিকাল হাটসাজাপুর এলাকায় আহত জুলাই যাদ্ধা দুপচাঁচিয়ার আহবায়ক কাজী ইলিয়াছ কল্লার এর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখন ব্যবসায়ী আয়ত আলী, আহত জুলাই যাদ্ধার সিনিয়র যুগ্ম আহবায়ক মাখলছার রহমান বাবু, যুগ্ম সদস্য সচিব উজ্জল হাসন প্রামানিক, সদস্য আরাফাত হাসন, সাবির, মামুনুর রশিদ, আরাফাত প্রমুখ। এদিন ১’শ জন অসহায় দরিদ্রদর মাঝ এ কম্বল বিতরণ করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
