বগুড়া সংবাদ : বগুড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন, পিপিএম-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় পুলিশ সুপার শাহাদাত হোসেন বলেন, “বগুড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নত করতে মাদক, কিশোর গ্যাং এবং শহরের যানজট নিরসনে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। গণমাধ্যমের মাধ্যমে সঠিক তথ্য ও দিকনির্দেশনা পুলিশকে আরও সহায়তা করবে।”
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতাউর রহমান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
সাংবাদিকরা বগুড়ার বিভিন্ন সমস্যা, অপরাধ দমন ও গণমাধ্যম-পুলিশ সমন্বিত উদ্যোগ বিষয়ে মতামত তুলে ধরেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
