বগুড়া সংবাদ : ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনক সামন রখ দুপচাঁচিয়া উপজলার তালাড়া পর তাঁতী দলর উদ্যাগ বিএনপির ভারপ্রাপ্ত চয়ারম্যান তারক রহমান কর্তক জাতির সামন উপ¯াপিত ৩১দফা বাস্তবায়ন ও ধানর শীষ ভাট চয় তালাড়া পর তাঁতী দলর সভাপতি খায়রুল বারীর পরিচালনায় লিফলট বিতরণ করা হয়ছ। গত ২৬নভম্বর বুধবার বিকাল তালাড়া হাট ক্রতা-বিক্রতা ও সাধারণ জনগণর মাঝ এ লিফলট বিতরণ করন জলা তাঁতী দলর সভাপতি সারায়ার হাসন। এসময় জলা তাঁতী দলর সাধারণ সম্পাদক সকদার আলী মুন্সি, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সরদার, সিনিয়র সহসভাপতি আজাদুর রহমান আজাদ, তালাড়া পর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক অনীল কুমার রায়, তালাড়া পরসভার সাবক ময়র বিএনপি নতা আব্দুল জলিল খদকার, সাবক প্যানল ময়র বিএনপি নতা সয়দ আবু হাসান আজাদ, জলা তাঁতীদল নতা আব্দুল ওয়াজদ হ্যাপি, বগুড়া শহর তাঁতী দলর সভাপতি নাজির আহম্মদ, তালাড়া পর তাঁতী দলর সাধারণ সম্পাদক আহসান উল্লা খদকার, সাংগঠনিক সম্পাদক ফারুক হাসন, দপ্তর সম্পাদক সিয়াম হাসন সহ তাঁতীদল নতা জাকারিয়া, নাঈম উপ¯িত ছিলন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
