বগুড়া সংবাদ : বগুড়া জেলার সোনাতলা উপজেলার জুমারবাড়ি বারোকোনা এলাকার মোঃ ইমরান হোসেন ও ঈশা মনি আক্তার একমাত্র সন্তান রাইয়্যান। প্রায় পাঁচ বছর পূর্বে তাদের কোলজুড়ে জন্ম নেয় শিশু রাইয়্যান(৫)। এভাবে দুই বছর আদর যত্নে বাবা মায়ের স্বপ্নে লাীলত হয়ে বেড়ে উঠতে থাকে। কিন্তু তারপরেই হঠাৎ করেই গত ১৬ই ডিসেম্বর ২২ সালে শিশু রাইয়্যানের শরীরে বাসা বাধা মরনব্যাধি ক্যান্সার। যে বয়সে তার খেলাধুলা ও প্রণ চাঞ্চল্যে ছুটাছুটি করার কথা, ঠিক সেই বয়সে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছে। গত তিন বছর ধরে তার বাবা ক্ষুদ্র ব্যবসায়ী ইমরান হোসেন তার ভিটেমাটি সহ শেষ সম্বলটুকু শেষ করে দিয়েছেন ছেলের চিকিৎসা ব্যায় মিটাতে। যখন তার চিকিৎসা প্রায় শেষের দিকে ছিল তখন হঠাৎ করে ক্যান্সার আবার সমস্ত শরীর ছাড়িয়ে এখন মাথা পর্যন্দ বিস্তৃত করেছে। এই মুহুর্তে একমাত্র সমাধান বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, যার খরচ প্রায়৬০/৭০ লক্ষ টাকা। এই খরচ রাইয়্যানের পরিবারের সামর্থ্যরে অনেক বাইরে। এমতাবস্থায় পরিবারের লোকজন ছেলের খরচ জোগাতে দিশেহারা অবস্থায় দিনাতিপাত করছে। এই নিস্পাপ শিশুটিকে বাচাঁতে পরিবারের লোকজন দেশবাসি সহ সকলের দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন। যাদের যতটুকু সামর্থ্য আছে তাই নিয়েই শিশু রাইয়্যানের পাশে দাড়ানোর আকুল আবেদন জানান তার পরিবারের সদস্যরা। শিশূ রাইয়্যানকে সহযোগিতার জন্য ব্যাংক একাউন্ট নং-মোঃ ইমরান হোসাইন=ডাচ বাংলা ব্যাংক(এজেন্ট)-৭০১৭৫১৪৩৮৩৭৮৮ এবং ইসলামী ব্যাংক বড়গোলা শাখা, বগুড়ার একাউন্ট নং-২০৫০৩১২০২০১৩২৮৭১৫। এছাড়াও যারা বিকাশে/নগদে সহযোগিতার হাত বাড়াতে চান তারা -০১৭১৫২৮৯৫১৫ এই নম্বরে পাঠাতে পারবেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
