বগুড়া সংবাদ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া সদর ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ, লিফেলেট বিতরণ ও পথসভা করা হয়। ২৫ নভেম্বর মঙ্গলবার বিকালে পৌরসভার ৯নং ওয়ার্ডের পাসপোর্ট অফিস মোড়, খান্দার, সুত্রাপুর এলাকায় বিশাল মিছিল বের হয়ে গণসংযোগ, লিফলেট বিতরণ করেন বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার। গণসংযোগ শেষে খান্দার তিনমাথায় পথসভায় বক্তব্য রাখেন সাবেক জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়া। তিনি বলেন, বগুড়া সদর আসনে তারেক রহমানের নাম ঘোষণার পর মানুষের মধ্য আন্দন, উল্লাস কাজ করছে।
এানুষ উদ্বিগ হয়ে আছে ধানের শীষে ভোট দেয়ার জন্য। গণসংযোগকালে আমরা লক্ষ করেছি মানুষ ভোট দিতে উৎসাহ প্রকাশ করছে। সারাদেশের মধ্য সবচেয়ে বেশি ভোটে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান নির্বাচিত হবে। বগুড়াতে ১৭বছর ফ্যাসিস্ট হাসিনা কোন উন্নয়ন করেনি। বগুড়ার মানুষ জানে ধানের শীষের বিকল্প নেই। সারাদেশে ধানের শীষের জোয়ার উঠেছে। ধানের শীষ বিজয় হলে বগুড়াতে ব্যাপক উন্নয়ন হবে। বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণা হয়ে যাবে। তিনি আরো বলেন, আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।
এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন, বগুড়া শহর বিএনপির সাবেক সভাপতি মাজবুবর রহমান বকুল, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক খারুকুল ইসলাম ফারুক, ইমরান মোল্লা, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা মাসুদ, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রুবেল, শ্রমিক নেতা আবু বক্কার সিদ্দিক, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান উৎসব, জিত, রাজ্জাক, মোমিন, রাজিব, মোমি, জুয়েল, হিরা, কমরেড, আবু জাফর জেমস, আওয়াল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি অভি, আজিজুল হক কলেজ ছাক্রদলের যুগ্ম আহবায়ক সেয়দ নাহিদ, প্রান্ত, পার্থ, তিমীর কান্তি রঞ্জন, আলাল, সোহান, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নজু, ওয়াসিক, সুমন, শহর শ্রমিক নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক, শান্ত, জিতু, হিরা, সুলতান, মতিন কাজি, এনামুল, মান্নান, আরাফাত, রুহুল, শফিকুল, আলামিন প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা