সর্বশেষ সংবাদ ::

খাদ্য নিরাপত্তায় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেলেন দুপচাঁচিয়ার মনিরুল হক

বগুড়া সংবাদ : আমন সংগ্রহ ২০২৪-২৫ ও বোরো সংগ্রহ ২০২৫ মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন করে দেশের সার্বিক খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক বিশেষ সম্মাননা স্মারক অর্জন করেছেন। গত ২৩ নভেম্বর রোববার ঢাকায় খাদ্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাসানাত হুমায়ুন কবীর। প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বিশেষ অতিথি বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মাসুদুল হাসান। অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের পক্ষে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক। রাজশাহী বিভাগের মধ্যে তিনিই একমাত্র উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে এ সম্মাননা অর্জন করেন। খাদ্য সংগ্রহ কার্যক্রমে দক্ষতা, সততা ও সফলতার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারি ও সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক আলোড়ন সৃষ্টি করেছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক দুপচাঁচিয়া অফিসার্স ক্লাবের সেক্রেটারি এবং জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব দক্ষতার সহিত পালন করছেন।

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *