বগুড়া সংবাদ : বগুড়ার শিশু-কিশোর সাহিত্য সংগঠন ‘কুঁড়ি’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ৩ মার্চ সন্ধ্যা ৭টায় ম্যাক্স মোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুঁড়ি’র সভাপতি মোঃ মোমেনুর ইসলাম। সভায় কুঁড়ি’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে দিনব্যাপী কুঁড়ি উৎসব উপলক্ষ্যে দেশের শিশুসাহিত্যে বিশেষ অবদান রাখায় কবি, শিশুসাহিত্যিক ও সম্পাদক সুজন বড়–য়া, গল্পকার ও শিশুসাহিত্যিক দীপক দাস এবং কবি ও ছড়াকার শাহিদা ফেন্সীকে কুঁড়ি সম্মাননা এবং কুঁড়ি পত্রিকায় গত বছরে প্রকাশিত শিশু-কিশোর খুদে লিখিয়েদের মধ্য থেকে গল্পকার যারীন তাসনীম তায়েবা, ছড়াকার আব্দুল্লাহ বিন আবিদ ও প্রচ্ছদশিল্পী জান্নাতুল মাওয়া মানহাকে বর্ষসেরা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, কুঁড়ি’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আগামী ৮ মার্চ বগুড়ার জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কুঁড়ি উৎসবে উল্লেখিত সম্মাননা ও বর্ষসেরা পুরস্কার প্রদান করা হবে।
Check Also
রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি
বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …