বগুড়া সংবাদ : নওগাঁর রাণীনগরে দুবাই ফেরত আজাদুল ইসলাম (৪৩) নামে এক যুবককে অপহরণ করে ২০লক্ষ টাকা মুক্তিপন দাবির ঘটনা ঘটেছে। পরে স্থানীয় লোকজন টের পেয়ে থানাপুলিশের সহায়তায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গুলিয়া কৃষ্ণপুর গ্রাম থেকে অপহৃত যুবককে উদ্ধারসহ অপহরনকারী দুইজনকে আটক করেছে। এঘটনায় মঙ্গলবার রাতে রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দায়েরকৃত মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার উপর তালিমপুর গ্রামে। অপহৃত যুবক ওই গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে।
Check Also
সান্তাহারে শহীদ জিয়া স্মৃতি শর্ট পিচ টুর্নামেন্টের উদ্বোধন
বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামবাসীর আয়োজনে শহীদ জিয়া স্মৃতি শর্ট …