বগুড়া সংবাদ : জিয়া সাংস্কৃতিক সংগঠন [জিসাস] এর গাবতলী উপজেলার ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকালে জিসাস গাবতলী উপজেলার আয়োজনে কমিটির অনুমোদন ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরমান হোসেন মন্ডল। সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন আপেল ও সাধারন সম্পাদক ফারুকুল ইসলাম উপজেলার নবগঠিত কমিটির আহবায়ক মোরশেদ আলম রকি, সিঃ যুগ্ন আহবায়ক আতিকুর রহমান সুজন ও যুগ্ন আহবায়ক আরিফুর রহমানের নিকট কমিটির অনুমোদনের কাগজ হস্তান্তর করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সহ-সভাপতি মুশফিকুর রহমান জুলফি, আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক, যুগ্ন সাধারন সম্পাদক হাসিবুল হাসান শুভ, সাংগাঠনিক সম্পাদক রুপু হাসান, সহ-সাংগাঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ লিমন, স্বাস্থ্য বিষয়ক তৌহিদুল ইসলাম, শহর শাখার সাধারন সম্পাদক আবু হাসান, সহ-াংগাঠনিক সম্পাদক মাহবুব রহামন সুমন, সদর থানার সহ-সভাপতি শেখ আব্দুল আজিজ সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা