বগুড়া সংবাদ : জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও বগুড়া -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, নভেম্বরে গণভোট ও ফেব্রুযারীতে জাতীয় নির্বাচন দিতে হবে। একটি দল গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে চায়। গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে হতে পারেনা। প্রশাসনে দলীয় করণ বন্ধ করে লেভেল প্লেইং ফিল্ড তৈরী করতে সরকারের প্রতি আহবান জানান। বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মাওলানা আব্দুর রহিম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা রেজাউল করিম। আরো বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের নির্বাচন পরিচালক উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান, সোনাতলা উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করিম, নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন, সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা তোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট শাহিন মিয়া প্রমুখ।
ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতে ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয়ের পরে তারা বলছে এই ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। প্রভাব যদি নাই পড়তো তাহলে তারা এগুলো নিয়ে ব্যস্ত হতো না। ইতিমধ্যেই তারা ছাত্র সংসদ নির্বাচনের পরে তাদের নাট-বল্টু ঢিলা হয়ে গেছে।
তিনি জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি প্রদান এবং সে সনদের ভিত্তিতে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতের মাধ্যমে আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আহবান জানান।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা