
বগুড়া সংবাদ : ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেশারী, শীতকালীন শাক সবজি লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শসা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বগুড়ার কাহালু উপজেলার ৪ হাজার ১”শ ৩০ জন চাষিকে দেওয়া হচ্ছে কৃষি প্রণোদনা।
মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সরকারি প্রণোদনার বিনামুল্যে সার ও বীজ বিতরনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস।
উক্ত সার ও বীজ বিতরনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীব।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জ্ামান চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নুর নবী, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. মীর কাশিম আলী, কৃষি সম্প্রসারণ অফিসার ইফতেখার রসুল সিদ্দিক, তানভির হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও কৃষক-কৃষিণীবৃন্দ।