সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস উদযাপন

বগুড়া সংবাদ : প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার বিশ্ব ডিম দিবস পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য “ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন।” এ স্লোগানকে সামনে রেখে বগুড়ায় নানা আয়োজনে মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস। ডিমের পুষ্টিগুণ, সাশ্রয়ী প্রোটিন উৎস এবং স্বাস্থ্য সুরক্ষায় এর ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৬ সাল থেকে এ দিবসটি পালিত হয়ে আসছে।

শুক্রবার সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় কারবালা থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দপ্তর চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তাহা উদ্দিন নাঈম, জেলা পোল্ট্রি ডেভলপমেন্ট অফিসার মারুফ বিল্লাহ। এছাড়াও দিবসটি উপলক্ষে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়।

Check Also

দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *