সর্বশেষ সংবাদ ::

বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল হাসান ববি ঢাকা থেকে গ্রেফতার

বগুড়া সংবাদ : বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া পৌরসভার সাবেক মেয়রপ্রার্থী ওবাইদুল হাসান ববিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গত ৯ অক্টোবর (বুধবার) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার গুলশান থানার একটি স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বগুড়া ডিবির একটি বিশেষ টিম।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একাধিক সহিংস ঘটনার মামলায় তিনি এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন। জুলাই আন্দোলনের সময় সাধারণ জনতা ও ছাত্রদের ওপর হামলা, হত্যা ও নিপীড়নের অভিযোগে তার বিরুদ্ধে হত্যা, মারামারি, বিস্ফোরক দ্রব্যসহ অন্তত ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

জানা যায়, ওবাইদুল হাসান ববি (৫৬), পিতা মৃত ইসহাক আলী, বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বগুড়া শহর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং স্থানীয়ভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি ছাত্রলীগ ও যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরবর্তীতে শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০২১ সালে বগুড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

বগুড়া জেলা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, চলমান বৈষম্য বিরোধী আন্দোলনকালে বগুড়ায় সংঘটিত সহিংসতা, সরকারি স্থাপনায় হামলা ও সাধারণ নাগরিকদের ওপর নিপীড়নের ঘটনায় তার নেতৃত্বে কয়েকটি সংঘবদ্ধ গ্রুপ সক্রিয় ছিল বলে তদন্তে উঠে এসেছে।

গ্রেপ্তারের বিষয়ে বগুড়া জেলা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “ওবাইদুল হাসান ববি’র বিরুদ্ধে একাধিক মামলা তদন্তাধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে।” এর আগে গত দুই সপ্তাহে বৈষম্য বিরোধী আন্দোলন সংশ্লিষ্ট ঘটনায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিবি সূত্রে জানা গেছে, ববির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে আজ (১০ অক্টোবর) বগুড়ায় আদালতে তোলা হতে পারে।

Check Also

কাহালুর উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা অডিটোরিয়াম হলরুমে উত্তরসূরী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অনলাইন প্রতিযোগিতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *