সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মন্দিরা সাংস্কৃতিক পরিষদের সঙ্গীতানুষ্ঠান

বগুড়া সংবাদ : বগুড়ায় মন্দিরা সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ‘শিকড়ের টানে’ শিরোনামে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টায় বগুড়া শহরের পুরাতন শিল্পকলা একাডেমির মিলনায়তনে বর্ণমালা মঞ্চে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
সঙ্গীতানুষ্ঠানের শুরুতে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন মন্দিরা সাংস্কৃতিক পরিষদের পরিচালক প্রভাষক আলমগীর কবির। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাসাস বগুড়ার আহবায়ক ওয়াহিদ মুরাদ, কবি প্রফেসর মীর আব্দুর রাজ্জাক, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, আনন্দকণ্ঠ বগুড়ার সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, বিহঙ্গ আবৃত্তি পরিষদের সভাপতি ফজলে রাব্বী, সাধারণ সম্পাদক অনুপ কুমার দাস সুবিল, জাতীয় কবিতা মঞ্চ বগুড়ার সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সোহাগ, প্রকাশ শৈলীর সাধারণ সম্পাদক লুবনা জাহান, নাট্যাভিনেতা রবিউল করিম প্রমুখ। বগুড়া শব্দকথন সাহিত্য আসরের সাধারণ সম্পাদক এইচ আলিম এর সঞ্চালনায় সঙ্গীত পরিবেশ করেন কণ্ঠশিল্পী আলমগীর কবির, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষ, কবিতা আবৃত্তি করেন ফজলে রাব্বী, মীর আব্দুর রাজ্জাক।
সভায় বক্তারা বলেন, নতুনদের আগ্রহী করে তুলতে শিক্ষার পাশাপাশি সংস্কৃতির শুদ্ধতায় বিকশিত হতে হবে। দেশীয় সংস্কৃতি আমাদের সম্পদ, সে বিষয় সামনে রেখে শিকড়ের টানে আমাদেরকি ফিরে যেতে হবে।
দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে মন্দিরা সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা এই আয়োজন করেছে। অনুষ্ঠানে দেশগান ও আধুনিকগানে মুগ্ধ হয়ে যান শ্রতারা।

Check Also

ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ; এক জন গুরুতর আহত

  বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলক্রসিং রেলগেটে রাতে ট্রেনের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *