
বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে শুক্রবার বিকেলে কাহালুতে জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাহালু স্টেশন রেলওয়ে বটতলায় এক সমাবেশে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার আমীর মাওঃ আব্দুস শাহীদ খান এর এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৪, (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য প্রার্থী ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেক্ট আর্গানাইজার (ইফসু)’র মহাসচিব ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সহকারি সেক্রেটারী মিজানুর রহমান, জেলা কর্ম পরিষদের সদস্য ও কাহালু সদর ইউ পির সাবেক চেয়ারম্যান মাওঃ আব্দুল মোমেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার সেক্রেটারী শহিদুর রহমান সবুজ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মন্জুরুল ইসলাম রাজু, সহ-সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার সহকারি সেক্রেটারী মাওঃ বেলায়েত হোসেন, প্রভাষক আব্দুল মোমিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহালু উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ আবু ইউসুফ, আব্দুল লতিফ শিশির, মাওঃ আব্দুল হামিদ, মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ রেজোওয়ান ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু পৌর শাখার আমীর ফেরদৌউস আলম, সেক্রেটারী হাফেজ নজরুল ইসলাম সাইফুল, জামায়াতনেতা আবু দাউদ, জহুরুল ইসলাম, শহিদুল ইসলাম, জয়নাল আবেদীন, আলহাজ্ব ফখরুল ইসলাম, নজরুল ইসলাম কুদ্দুস, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাহালু উপজেলা (উত্তর শাখা) সভাপতি সাব্বির হোসেন, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রবিউল ইসলাম,সেক্রেটারী দেলোয়ার হোসেন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।