সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় হাতির পিঠে চড়ে কলেজ অধ্যক্ষ কে বিদায়

বগুড়া সংবাদ: হাতির পিঠে চড়ে বিদায় জানানো হলো বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ছাইহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আওরঙ্গজেব স্বপন কে। বুধবার বিকেলে তাকে হাতির পিঠে চড়িয়ে সংবধর্ধনা দেয়া হয়। এ সময় এলাকার হাজারে মানুষ তার জন্য দোয়া করেন। অধ্যক্ষের বিদায় অনেকেই দৌড়ে আসেন ফলমুল নিয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাইহাটা ডিগ্রি কলেজের সভাপতি জেলা বিএনপির সহ সভাপতি এ্যাডভোকেট নূর -এ- আজম বাবু। বিশেষ অতিথি ছিলেন ছাইহাটা ডিগ্রি কলেজ সারিয়াকান্দি বগুড়ার সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ ও কলেজের প্রতিষ্ঠাতা মোঃ মিল্লাত হোসেন মিঠু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সারিয়াকান্দি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, বিদায়ী অধ্যক্ষের সহধর্মিনী মনিজা বেগম, সন্তান আদনান সৌরভ, চন্দন ভাইশা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ ইউনুস আলী, ছাইহাটা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সদস্য মোঃ মহসিন আলী, মোঃ আজিজুল হক, অধ্যাপক আব্দুল বাসেদ, আব্দুল ওয়াদুদ, উম্মে কুলসুম শাপলা, ছাইহাটা কে এম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শাহিনুর আলম, জোড়গাছা ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রভাষক আবদুল নূর, জোড়গাছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, ছাইহাটা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, ছাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুন নূর ইসলাম ডোমকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, শিক্ষক বজলার রহমান এনামুল হক ,আব্দুল কাদের, আবু তালেব, আরিফুর রেজা বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ। উপস্থাপনায় হাবিবুর রহমান আকন্দ, মিজানুর রহমান। কলেজের প্রতিষ্ঠাতা মিল্লাত হোসেন মিঠু বলেন শিক্ষককে সম্মান জানাতে হাতির পিঠে তাকে বিদায় জানানলাম। ৩১ বছরের কর্মজীবনে গোটা এলাকাকে আলোকিত করেগেছেন। বিদায়ী অধ্যক্ষ মোঃ আওরঙ্গজেব স্বপন জানান, কর্মজীবনে ভাবিনি এত সম্মান পাবো। এলাকার লোকজন অনেকেই আমার বিদায়র খবর শুনে খাবার রান্না করে নিয়ে এসেছেন।

Check Also

ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ; এক জন গুরুতর আহত

  বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলক্রসিং রেলগেটে রাতে ট্রেনের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *