সর্বশেষ সংবাদ ::

বগুড়ার গাবতলীতে মৃত্যদেহ উদ্ধার

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : ২৪ সেপ্টেম্বর  সকালে বগুড়ার গাবতলী উপজেলার কৈঢোপ গ্রামে  এক ব্যক্তির মরাদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমান ৭টায় কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রামের আব্দুল  বাছেদ মিয়ার বসত বাড়ির পূর্ব পার্শ্বে  কয়েকটি গাছ লাগানো ফাঁকা জায়গায় তার জামাই সিরাজুল ইসলাম (৪০)পরে থাকা মৃত দেখতে পায়  এলাকাবাসী। সে শিবগঞ্জ থানার রায়নগর ইউনিয়নের  টেপাগাড়ী গ্রামের মৃত জয়নাল আবেদীন মোল্লার ছেলে। খবর পেয়ে গাবতলী  থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। সিরাজুলের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ অবস্থায় স্থানীয়রা ধারণা করছেন, সিরাজুল ইসলাম গ্যাস ট্যাবলেট  সেবনের মাধ্যমে আত্মহত্যা করতে পারে। অপরদিকে স্থানীয় লোকজন  বলছে ৩ মাস পূর্বে বাছেদের বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসেন হঠাৎ করে তার কি হলো শশুর বাড়ির পূর্ব পার্শ্বে আত্মহত্যা করেছে জনমনে প্রশ্ন উঠেছে  এটা কি আত্মহত্যা না হত্যা এইটা নিয়ে এলাকাবাসী ও মৃত ব্যক্তির পরিবারের মধ্য সন্দেহের গুঞ্জন উঠেছে ।
এ বিষয়ে গাবতলী মডেল  থানার ওসি জানান, মৃত্যুর সঠিক কারণ জানা যায়নী। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।রিপোর্ট আসার পরে জানা যাবে।

Check Also

ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ; এক জন গুরুতর আহত

  বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেলক্রসিং রেলগেটে রাতে ট্রেনের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *