সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আদর্শ স্কুলে সীরাতুন্নবী (সা:) পালিত

বগুড়া সংবাদ : পবিত্র সীরাতুন্নবী (সা:) উপলক্ষে সোমবার বগুড়ার বাদুরতলা আদর্শ স্কুলে সীরাতুন্নবী (সা:) পালিত হয়েছে। এ উপলক্ষে ছাত্র ছাত্রীদের মাঝে হামদ নাত ক্বেরাত প্রতিযোগিতা স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আ স ম আব্দুল মালেক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন, বালিকা শাখার ইনচার্জ মোস্তাকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান, মোজাজফফর হোসেন প্রমুখ। প্রধান অতিথি বলেন, কোরআনের আদর্শ ছাড়া উত্তম সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়, তাই ইসলামের সুমহান আদর্শ চর্চার মাধ্যমে তোমাদের বড় হয়ে সুন্দর জীবন গঠনের জন্য কাজ করে যেতে হবে এবং আদর্শিক ও কল্যাণময় সমাজ প্রতিষ্ঠায় ইসলামের দাওয়াতকে সকল মানুষের নিকট পৌঁছে দিতে হবে। কোরআন ও হাদিসের উপর অটল থাকতে হবে। আমাদের হালাল- হারামের পার্থক্য করে চলতে হবে। তাহলে আগামী দিনে আমরা আদর্শবাদী হয়ে গড়ে উঠবো।

Check Also

কাহালুতে সনাতন ধর্মের লোকজনের সাথে সাবেক এম পি মোশারফ হোসেনের মতবিনিময়

বগুড়া সংবাদ:বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের যোগীরভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *