
বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে মা ও ছেলেকে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের সাইদুল্যাপুর (বটতলা) গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে নিহতদের মরদেহ বাড়ি থেকে উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- কুয়েত প্রবাসী ইদ্রীস আলীর স্ত্রী রানি বেগম (৩০) ও ছেলে ইমরান (১৭)। এ ঘটনার পর থেকে হাসান (১৬) নামের এক কিশোর নিখোঁজ রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মা ও ছেলেকে হত্যা করে। হাত- পা বাঁধা অবস্থায় রানীর মরদেহ বারান্দায় এবং ইমরানের মরদেহ শয়নকক্ষে ছিল।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই) এর ক্রাইম সিন টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত থাকতে পারে- তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।নিহতের চাচা খালিল জানান
‘ঘরের ভেতর সবকিছু এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা আর মোটরসাইকেল নেই। মনে হচ্ছে, চুরি বা ডাকাতির উদ্দেশ্যেই তাদের হত্যা করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার ( শিবগঞ্জ – সোনাতলা) সার্কেল রবিউল ইসলাম জানান, নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। হত্যাকান্ডের কারণ ও হত্যাকারীকে শনাক্ত করতে কাজ করছে পুলিশেন বিভিন্ন ইউনিট। তিনি আরো জানান এটি পরিকল্পিত হত্যা নাকি ডাকাতির ঘটনা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না ।নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
নিখোঁজ হাসানকে উদ্ধারের জন্য অভিযান চলছে।