সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ক‌বি নজরুল স্মর‌ণে সভা ও দোয়া মাহ‌ফিল

বগুড়া সংবাদ: নজরুল পরিষদ বগুড়ার আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে শিশুদের হামদ ও নাত প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে‌ছে।
শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকালে বগুড়া শহরের রোমেনা আফাজ মুক্তমঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে দুপুর তিনটা থেকে হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বি‌ভিন্ন স্কুল, ক‌লেজ, ও  মাদ্রাসার শিক্ষার্থী‌দের নি‌য়ে প্রতি‌যো‌গিতা শে‌ষে আলোচনা সভা ও প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন অ‌তি‌থিবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্য রা‌খেন জাসাস বগুড়ার আহবায়ক ওয়াহিদ মুরাদ। বিশেষ অতিথির বক্তব‌্য রা‌খেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এমএম আবু সাঈদ। সভাপতিত্ব ক‌রেন নজরুল পরিষদ বগুড়ার আহবায়ক আসাদ হোসেন। বগুড়া শব্দকথন সা‌হিত‌্য আস‌রের ক‌বি এইচ আ‌লিম এর সঞ্চালনায় অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব্য প্রদান ক‌রেন নজরুল প‌রিষদ বগুড়ার আহবায়ক কমিটির সদস্য সচীব হাকীম এমএ মজিদ মিয়া। অন‌্যা‌ন্যের ম‌ধ্যে যুগ্ম আহবায়ক মোঃ ওবায়দুল্লাহ লিটন, সদস্য মোতাহার হোসেন, এইচ আলিম, এড. আব্দুল্লাহেল কাফী,বিল্লাল হোসেন, সাঈদ মালিথা, মোঃ ওসমান গনি উপ‌স্থিত ছি‌লেন। শে‌ষে দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

Check Also

আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে বেডো সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *