
বগুড়া সংবাদ : জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে জেলা মহিলা দলের উদ্যোগে শহরের শহীদ খোকন পার্ক থেকে র্যালি বের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট শাহজাদী লায়লা আরজুমান বানুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সংগঠনের জেলার সাধারণ সম্পাদক নাজমা আক্তারের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, এমআর ইসলাম স্বাধীন, মাফতুন আহম্মেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহীদ-উন নবী সালাম, কেএম খায়রুল বাসার, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রহিমা খাতুন মেরী।