
বগুড়া সংবাদ : জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল
টুর্নামেন্টের মঙ্গলবারের খেলায় শিবগঞ্জ উপজেলা ৪-২ গোলে শেরপুর উপজেলাকে পরাজিত করেছে । শিবগঞ্জের ফরেন রিক্রুট আব্বাস দুইটি , বাবু ও মইন একটি করে গোল করেন। শেরপুরের পক্ষে ইউনুস কামারা ও জাকারিয়া একটি করে গোল করেন । খেলাটি পরিচালনা করেন জিবৱিল বাবু তাকে সহযোগিতা করেন লিওন ,স্বপ্নীল ও শহিদুল ইসলাম স্বপন । ম্যান অব দ্যা ম্যাচ শিবগঞ্জের বাবু । জুলাই শহীদ সেলিমের ভাই উজ্জল হোসেন ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন ,জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু , খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, হাসান মোল্লা প্রমুখ ।আজ বুধবার এর খেলা বগুড়া সদর উপজেলা বনাম আদমদিঘী উপজেলা।