সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শিবগঞ্জের বড় জয়

 

বগুড়া সংবাদ : জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা বগুড়ার আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল
টুর্নামেন্টের মঙ্গলবারের খেলায় শিবগঞ্জ উপজেলা ৪-২ গোলে শেরপুর উপজেলাকে পরাজিত করেছে । শিবগঞ্জের ফরেন রিক্রুট আব্বাস দুইটি , বাবু ও মইন একটি করে গোল করেন। শেরপুরের পক্ষে ইউনুস কামারা ও জাকারিয়া একটি করে গোল করেন । খেলাটি পরিচালনা করেন জিবৱিল বাবু তাকে সহযোগিতা করেন লিওন ,স্বপ্নীল ও শহিদুল ইসলাম স্বপন । ম্যান অব দ্যা ম্যাচ শিবগঞ্জের বাবু । জুলাই শহীদ সেলিমের ভাই উজ্জল হোসেন ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন ,জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু , খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, হাসান মোল্লা প্রমুখ ।আজ বুধবার এর খেলা বগুড়া সদর উপজেলা বনাম আদমদিঘী উপজেলা।

 

Check Also

বগুড়ার গাবতলীতে জামায়াতের এমপি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

বগুড়া সংবাদ ( জাহাঙ্গীর আলম লাখি গাবতলী ,বগুড়া)  : ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বগুড়ার গাবতলী  উপজেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *